কালিয়াকৈরে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

কালিয়াকৈর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১ | ৪৯৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ নাওলা এলাকার শুকুর হোসেনের ছেলে ইসান হোসেন (১১) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ইসান হোসেন স্থানীয় এক মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার বরিয়াবহ থেকে নাওলা সড়কটি বন্যার পানিতে ডুবে যায়। সেই ডুবে যাওয়া সড়ক দিয়ে মঙ্গলবার বিকালে বরিয়াবহ এলাকার মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বন্যার পানির স্রোতে শিশুটি পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে শিশুটি নিখোঁজ হলে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার (৮সেপ্টেম্বর) সকালে ওই শিশুটির লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিদল অনেক চেষ্টার পর বুধবার সকালে লাশটি উদ্ধার করেছে।