পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শামীম হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৩০ জুন) সকালে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত শামীম উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের কৃষ্ণপট্রি গ্রামের দুলাল হোসেনের ছেলে।
জানা যায়, ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় এবং ধর্ষিতার বাবা দিন মজুর হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার নামে কালক্ষেপন করেন প্রভাবশালীরা। মামলার বাদী জহিরুল ইসলাম অভিযোগ করে থানায় মামলা দিতে গেলে। তাকে নানাভাবে ভয়ভীতি দেখায় ধর্ষকের পরিবার। পরে পুলিশে খবর দিলে গত মঙ্গলবার (২৯ জুন) রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরনপূর্বক ধর্ষণ ও ভয়ভীতি প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়।
গোপালপুর থানার (এসআই) মামলার তদন্তকারী শফিকুল ইসলাম জানান, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শামীম বেশ কয়েকদিন ধরে উত্যক্ত করে আসছিল। উত্যক্তের ঘটনায় অভিভাবকদের নিকট অভিযোগ দিয়েও প্রতিকার পায়নি ভুক্তভোগীর পরিবার। গত সোমবার ( ২৮ জুন) সন্ধ্যায় শিশুটি পিচুরিয়া গ্রামের নানা বাড়ি থেকে বাবার বাড়ি কৃষ্ণপট্রিতে ফেরার পথে জোরপূর্বক একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণ করে শামীম।
গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেন জানান, মামলা দায়ের হওয়ার ঘন্টা চারেক পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক শামীমকে গ্রেফতার করে। পরে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। ধর্ষিতার মেডিক্যাল পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে ওই পুলিশ কর্মকর্তা।