মৃত্যু ৯ হাজার ছাড়াল, নতুন শনাক্ত ৫৩৫৮


করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় আরো ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৪৬-এ। একই সময়ে দেশে নতুন করে আরো ৫ হাজার ৩৫৮ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। মহামারীর পর একদিনে শনাক্তকৃত রোগীর সংখ্যা এটাই সর্বোচ্চ। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে।