সভাপতি রউফ সম্পাদক আজাদ

মির্জাপুর ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২১ পিএম, বুধবার, ৩১ মার্চ ২০২১ | ৯৬৪

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের ভোটে ইউপি চেযারম্যান আব্দুর রউফ সভাপতি ও সাবেক যুবলীগ নেতা আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মেলন উপলক্ষে বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎক ডা. শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা মেজর (অব) খন্দকার আব্দুল হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস বিন হাকিম, দপ্তর সম্পাদক জহিরুল হক, টাঙ্গাইল জেলা যুবলীগের সহসম্পাদক মীর মইন হোসেন রাজিব বক্তব্য রাখেন।

বিকেলে দ্বিতীয়পর্বে ২৫১জন কাউন্সিলর ভোট প্রদানের মাধ্যমে ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে (১০৯ ভোট) সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদকে (১২২ ভোট) সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জহিরুল হক জানান, ৯ ওয়ার্ডের ১৭১, ইউনিয়ন কমিটির ৬৫ ও কো-অপ্ট ১৫জনসহ মোট ২৫১ জন কাউন্সিলর ভোট প্রদানের মাধ্যমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করেন।