কালিয়াকৈর বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, সোমবার, ২৯ মার্চ ২০২১ | ৫৪০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পাশাগেট এলাকায় এ্যাপেক্স উইভিং পোশাক কারখানায় সোমবার (২৯ মার্চ) সকালে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
 
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, এ্যাপেক্স উইভিং কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতন পাওনা থাকায় সোমবার সকালে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে। পরে ব্যাপক ব্যস্ততম সফিপুর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারীরা। খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পড়ে যান চলাচল স্বাভাবিক হয়।
 
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ওসি অপূর্ব হাসান জানান, কয়েকদিন ধরেই এ কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আজ বিকেলের মধ্য শ্রমিকদের পাওনা পরিশোধ করবে।