কালিয়াকৈরে আগুনে ২৭ কক্ষ পুড়ে ছাই!


গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ২৭ টি কক্ষ পুড়ে ভূস্মীভূত হয়েছে। উপজেলার রতনপুর এলাকায় শনিবার (২০ মার্চ) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাজায়, উপজেলার রতনপুর এলাকার কালিয়াকৈর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারের কলোনীতে আগুনের সূত্রপাত ঘটে।
এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হতেপারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।