বিশ্ববিদ্যালয় খুলছে ২৪ মে, হল খুলবে এক সপ্তাহ আগে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:১২ পিএম, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১ | ৩৫২

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রায় ১ বছর থেকে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়গুলো আগামী ২৪ মে থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর এক সপ্তাহ আগে ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ ছুটি চলবে। তবে ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আজ সোমবারও হল খোলার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।