টিকা নেওয়ার আগের দিন এসএমএস পাবেন গ্রহীতারা


যারা টিকা নেবেন তাদের কাছে একদিন আগেই মোবাইল ফোনে এসএমএস পৌঁছে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক মিজানুর রহমান।
তিনি জানান, রোববার সারাদেশে একযোগে করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম শুরু হবে। এদিন যারা টিকা পাবেন শনিবার বিকেলের মধ্যেই তাদের মোবাইল ফোনে এসএমএস পৌঁছে যাবে। শুধু রোববার যারা টিকা পাবেন তাদেরই নয়, সব টিকাগ্রহীতাকেই আগের দিন মোবাইলে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, করোনার গণটিকাদান কার্যক্রম শুরু উপলক্ষে সারাদেশের হাসপাতাল ও টিকাদান কেন্দ্রে এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে। সর্বশেষ প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার সিভিল সার্জনদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা টিকাদান কর্মসূচি সফল করতে সিভিল সার্জনদের বেশকিছু দিকনির্দেশনা দেন।
রোববার সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজে টিকা নিয়ে গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে।
সুত্র:সমকাল