বুকে ব্যথা নিয়ে আবার হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ | ৪৪৪
ফাইল ছবি

আবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুধবার দুপুরে ব্যথা বাড়লে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

এর আগে, গত ২রা জানুয়ারি বাড়ির জিমে শরীরচর্চা করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান সৌরভ।

সেই সময় তাকে একটি হাসপাতালে ভর্তি করে পরীক্ষা নিরীক্ষার পর হৃদপিণ্ডে তিনটি ব্লক পাওয়া গিয়েছিল। ব্লক সরাতে তখন একটি স্টেন্ট স্থাপন করা হয়।

সাতই জানুয়ারি তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

তখন চিকিৎসকদের নয় সদস্যের বিশেষজ্ঞ দল বলেছেন, তার আর এনজিওপ্লাস্টির দরকার নেই, বাকি দুটো ব্লক ঠিক হয়ে যাবে।

কলকাতার স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সৌরভ গাঙ্গুলি নিজের গাড়িতে করেই হাসপাতালে আসেন। সেই সময় তিনি চালকের পাশের আসনে বসে ছিলেন। তাকে তাৎক্ষণিকভাবে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ২০০৭ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান।

আর পরের বছরই তিনি তার শেষ টেস্ট ম্যাচটি খেলেন।

গত বছর তিনি শক্তিশালী ভারতীয় ক্রিকেট বোর্ড - বিসিসিআই'য়ের সভাপতি নির্বাচিত হন।