টাঙ্গাইলে সশস্ত্র বাহিনী দিবস ও অব:প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২০ | ৪৯৮

টাঙ্গাইলে সশস্ত্র বাহিনী দিবস ও সশস্ত্র বাহিনীর অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের সিডিসি ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

বাংলাদেশ বিমান বাহিনীর অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফজলুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী,  শহর আওয়ামীলীগের সভাপতি ও সশস্ত্র বাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার উপদেষ্টা সিরাজুল হক আলমগীর, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন সশস্ত্র বাহিনীর অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সশস্ত্র বাহিনীর অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার সহ-সাধারণ সম্পাদক মো.আশরাফ আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর অবসর প্রাপ্ত সকল সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতাকর্মীর।