মির্জাপুরে কমিউনিটি ব্যাংকের শাখা উদ্বোধন


টাঙ্গাইলের মির্জাপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করলেন পুলিশের আইজি ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে তিনি পুলিশ সদরদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধন ঘোষনা করেন।
মির্জাপুর থেকে এসময় ভিডিও কনফারেন্সে যুক্ত হন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত কমান্ডেনট অতিরিক্ত উপ মহাপুলিশ পরিদর্শক (এডিশনাল ডিআইজি) শামীমা বেগম, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কমিউনিটি ব্যাংক মির্জাপুর শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম খান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি জেলা আওয়ামী লীগ নেতা খান আহমেদ শুভ,অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদিপ লুনা, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দিপঙ্কর ঘোষ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান প্রমুখ।
পরে অতিথিবৃন্দ ফলক উন্মোচন ও কেক কেটে কমিউনিটি ব্যাংক মির্জাপুর শাখার উদ্বোধন করেন।