সদ্যপুস্করিনী ইউনিয়নের নৌকার মাঝি মোকছেদুল রহমান দুলু

এম হামিদুর রহমান লিমন, রংপুর
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ | ৫২৩

২০ শে অক্টোবর ইউপি নির্বাচনে সদ্যপুস্করিনী ইউনিয়নের  নৌকার মাঝি হল মোকছেদুল রহমান দুলু। 

মোকছেদুল রহমান দুলু বলেন, আমাকে দল যোগ্য মনে করে নৌকার প্রতিক আমাকে দিয়েছে। আমি নির্বাচিত হবার পর আমার ইউনিয়নের মানুষের সেবা করব। আমি আমার ইউনিয়নের জন্য কাজ করব।

তিনি আরো আরো বলেন আমি ২০০১ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত্য আমি ইউনিয়ন আওয়ামি লীগ শাখার বাবার নির্বাচিত হয়ে আমি আমার ইউনিয়নের মানুষের সেবা করে আসছি।

আমি এবার সদ্যপুস্করিনী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হবার হয়ে ইউনিয়নের অসহায়  মানুষের পাশে দারিয়ে তাদের সেবা করতে চাই। তবে তিনি ধন্যবাদ উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববিকে ও মাননীয় প্রধান মন্ত্রী সহ দলের সবাইকে।

সদ্যপুস্করিনী ইউনিয়ন আওয়মী লীগ এর সাংগঠনিক সম্পাদক বিল্পব জানান, আমরা সদ্যপুস্করিনী আওয়ামী লীগ শাখার পক্ষ থেকে জানাই মাননীয় প্রধান মন্ত্রী সহ  রংপুর সদর উপজেলার চেয়ারম্যান নাছিমা জামান ববিকে। আমাদের ইউনিয়ন আওয়ামি লীগ শাখার সভাপতি মোকছেদুল রহমান দুলুকে নৌকা প্রতিক বা দল সমর্থন করায় আমরা আনন্দিত। আমার  নির্বাচত হয়ে মানুষের সেবা করব আগের ন্যায়।

এলাকাবাসীরা জানান, আমরা খুব আনন্দিত মোকছেদুল রহমান দুলু নৌকা প্রতিক পাওয়াতে।