বাসাইলে বন্যা দুর্গতদের পাশে সহায়তায় “ফিড এ ফ্যামিলি”


টাঙ্গাইলের বাসাইলে বন্যা দুর্গতদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে ফিড এ ফ্যামিলি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া মানবিক সংগঠনটি বৃহস্পতিবার (২৩ জুলাই) টাঙ্গাইলের বাসাইল উপজেলার শতাধিক দুর্গত পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ১ কেজি চিরা, ১ কেজি মুড়ি,৫ প্যাকেট সেলাইন, আধা কেজি করে লবন এবং ২ টি করে সাবান বিতরণ করে।
এ সময় ইন্জিন চালিত নৌকায় নিয়ে উপজেলার পৌর এলাকায়, সদও ও কাউলজানী ইউনিয়নের পানিবন্দি র্অধশতাধিক পরিবারের মাঝেও এ সহায়তা পৌছে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ, বাসাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমসহ বাসাইল উপজেলা ও পৌর কমিটির মানবাধিকার কমিশনের সদস্যবৃন্দ।