পঞ্চগড়ে নির্মাণের কাজ শেষ না হতেই ভেঙ্গে পরল ড্রেন

পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, বুধবার, ২২ জুলাই ২০২০ | ৫৪৪
পঞ্চগড়ে নির্মাণের মাত্র চার দিনের মাথায় ভেঙ্গে পড়েছে ড্রেন। নিম্নমানের নির্মাণ সামগ্রী আর অনিয়ম দূর্নীতির কারণে ড্রেনটি ভেঙ্গে গেছে বলে অভিযােগ করেছেন এলাকাবাসী। নতুন করে ড্রেনটি নির্মাণের দাবিও জানান এলাকাবাসী।
 
জানা গেছে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পশ্চিম আরাজি শিকারপুর গ্রামের শাবানা মার্কেটের পশ্চিম রাস্তা মোঃ হিরু মিয়ার বাড়ির পাশের রাস্তায় এ ড্রেনটি  চারদিন আগে নির্মাণ করা হয়।
 
বাংলাদেশ পল্লী উন্নয়ন বাের্ডের অধীনে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্পের (পি, বি,জি,) আওতায় ১ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে এই ড্রেনটি নিমার্ণ করা হয়।
 
পি,বি,জি, দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর অধিনে প্রকল্প বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ৮নং ধাক্কামারা ইউপি চেয়ারম্যান এই ড্রেনটি নিমার্ণের দায়িত্ব নেন। নিম্নমানের নির্মাণ সামগ্রী ও নাম মাত্র সিমেন্ট দিয়ে ড্রেনটির নির্মান কাজ শুরু করলে এলাকাবাসীরা সে সময়ই বাঁধা দেয়।
 
কিন্তু এলাকাবাসীর বাঁধা উপেক্ষা করে সংশ্লিষ্টরা পরিমাণের চেয়ে কম সিমেন্ট ও ইট  এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে ড্রেনটির দ্রুত কাজ শেষ করার কারণে এক পর্যায়ে নির্মাণের চারদিনের মাথায় ১৭ জুলাই ড্রেনটির মাঝখানে বেশ কিছু  অংশ ভেঙ্গে পড়ে।
 
পশ্চিম শিকারপুর গ্রামের মোঃ হিরু মিয়া জানান এলাকাবাসীর বসতবাড়ির পানির বের হওয়ার একমাত্র ড্রেন এটি। পানি যাওয়ার জন্য আর কােন বিকল্প জায়গা নাই। ড্রেনটিও ভেঙে গেছে। এর ফলে এলাকাবাসীরা দুর্ভােগ পােহাচ্ছে। 
 
নাম বলতে অনিচ্ছুক অনেকেই বলেন ড্রেনটি নির্মাণের বিষয়টি তদন্ত পূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
 
স্থানীয় ইউপি সদস্য মোঃ মোখলেছুর রহমান ড্রেনটির অংশ ভেঙ্গে যাওয়ার কথা স্বীকার করেন এবং বলেন এই কাজটি চেয়ারম্যান নিজেই করেছেন। আমি কাজটিতে কোন প্রকার জড়িত ছিলাম না। আপনাদের কোন প্রশ্ন থাকলে চেয়ারম্যানের সাথে কথা বলেন। 
 
এ বিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আওরঙ্গজেব ড্রেনের অংশ ভেঙে যাওয়ার বিষয় জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন পি,বি,জি, ড্রেনের ঠিকাদার আমি নিজেই। আপনাদেরকে যদি কেউ অভিযোগ দিয়ে থাকে তাহলে নিউজ করেন। আমি আমার মতো করে কাজ করবো আপনাদের করার কিছু থাকলে করেন। 
 
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন জানান ড্রেনের অংশ ভেঙ্গে যাওয়ার ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।