কালিহাতীতে প্রাইভেটকার অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার-৬

শুভ্র মজুমদার,কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৬ পিএম, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭ | ৭২৮

টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রাইভেটকার, একটি চাইনিজ পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি ষ্টিলের পাঞ্জা, একটি লোহার লাঠি, ১১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৬ জনকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন।

মামলার বিবরনে জানাযায়, ১৯ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই ফরহাদ হোসেন, এএসআই শামছুল কবীরসহ পুলিশের একটি টিম উপজেলার কাগমারী ছাতিহাটি এলাকায় ৭/৮ জন ডাকাত আগ্নেয়অস্ত্র ও দেশীয় অস্ত্র এবং একটি সাদা প্রাইভেটকার ঢাকা মেট্রা-ক-০৩-৭৩২৬ সহ ডাকাতি প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃত আসামীরা হল, ঢাকা জেলার ধামরাই উপজেলার বইন্যা গ্রামের রতন চন্দ্র শীলের ছেলে গৌতম শীল (৩২), একই গ্রামের মিন্টু চক্রবর্তীর ছেলে হৃদয় চক্রবর্তী (২০) ও একই উপজেলার হাটকুশুরা গ্রামের আবু হোসেনের ছেলে সুজন হোসেন(২২), কালিহাতী উপজেলার কাগমারী ছাতিহাটী গ্রামের মিজানুর রহমানের ছেলে সুজন (২৫), বল­া দক্ষিণপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আরিফুল ইসলাম ওরফে রুপু (২৬), আগচারান গ্রামের আব্দুল খালেকের ছেলে খাইরুল (২৭)।

আসামীদের বিরুদ্ধে কালিহাতী থানায় অস্ত্র, মাদক ও ডাকাতি মামলা দায়ের করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।