টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে পর্নোগ্রাফি মামলার আসামী গ্রেফতার

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:২৮ পিএম, শনিবার, ১৩ জুন ২০২০ | ১৬০২

টাঙ্গাইলে র‌্যাব-১২ সদর পর্নোগ্রাফি মামলার আসামী মো. রাসেল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে। শনিবার সকালে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়া পাড়া থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাসেল মিয়া ওই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

র‌্যাব-১২ ও সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর পর্নোগ্রাফি মামলার আসামী মোঃ রাসেল মিয়াকে দুটি মোবাইল ফোন, একটি সিম কার্ড, তিনটি পেনড্রাইভ এবং একটি ওটিজি কেবলসহ গ্রেফতার করা হয়। 

পরে আসামীকে বাসাইল থানায় সোপর্দ করা হয়। এর আগে তার বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ৮(১)(২) ধারায় মামলা দায়ের হয়েছিলো। র‌্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে এই ধরণের অপরাধ প্রতিরোধ ও দমন কার্যক্রম আরো জোরদার করা হবে বলে তিনি জানান।