কালিহাতীতে বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করলেন যুবসমাজ


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকা ঘূনী গ্রামের দরিদ্র পরিবারের মাঝে তাদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করেছে ওই এলাকার যুবসমাজ।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল, পাঁচ কেজি করে চাল, এক কেজি করে চিনি, এক প্যাকেট করে সেমাই, একটি করে কৌটা দুধ , হাফ লিটার করে সরিষার তেল, এক কেজি করে আলু, হাফ কেজি করে ডাল, একটি করে গায়ের সাবান ও একটি করে কাপড় কাঁচার সাবান।
শুক্রবার (২২ মে) দুপুরে কালিহাতী পৌরসভার ২ নং ওয়ার্ড ঘূনী যুবসমাজের উদ্যোগে এবং অর্থায়নে ওই গ্রামের ৭৮ টি পরিবারের মাঝে ওই ঈদ সামগ্রীগুলো বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণের আগে করোনা মহামারী থেকে রক্ষার জন্য দোয়া পরিচালনা করেন ঘূনী জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় ওই এলাকার যুবসমাজের মধ্যে উপস্থিত ছিলেন, বকুল, মোতালেব, পলাশ, শিমুল, আনোয়ার, টুটুল, রাসেল ও সনি প্রমূখ।