ভূঞাপুর থানা পুলিশের জরুরি সতর্কবার্তা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনি
প্রকাশিত: ০২:১৫ পিএম, বুধবার, ২২ এপ্রিল ২০২০ | ৪৭৪

করোনা পরিস্থিতির কারনে অনেক লকডাউন এলাকায় দুর্বৃত্তরা অপকর্ম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে করোনা রোগী তল্লাশির কথা বলে ডাকাতির মতো ঘটনার খবরও আসছে। এ অবস্থায় সবাই সতর্ক থাকার আহবান জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ পুলিশের এক জরুরি বিজ্ঞপিতে বলা হয়েছে, বাড়িতে করোনা রোগী আছে এমন কথা বলে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিলে রাতে কেউ ঘরের দরজা খুলবেন না। তাদেরকে বলুন সকাল পর্যন্ত অপেক্ষা করতে। অথবা ৯৯৯ এ কল দিন। বা নিকটস্থ থানায় যোগাযোগ করুন।

লকডাউন এলাকায় ডাকাত দল পিপিই, রেইনকোট ও মাস্ক পড়ে ছদ্মবেশে করোনা রোগীর খোঁজে বিল্ডিং বা বাসায় ঢোকার চেষ্টা করছে। সবই সতর্ক থাকুন। কোনো কিছুতে সন্দেহ হলে স্থানীয় প্রশাসনকে জানান।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতিতে এরূপ যে কোন বিষয় আপনাদের কাছে সন্দেহজনক মনে হলে তাৎক্ষনিক নিম্নে বর্ণিত ভূঞাপুর থানার মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

* অফিসার ইনচার্জ ভুঞাপুর থানা – ০১৭১৩-৩৭৩৪৬৩
* ওসি তদন্ত – ০১৭৬৯৬৯০২১৯
* ডিউটি অফিসার – ০১৭৬৯৬৯০৬৯১
* জাতীয় জরুরি সেবা – ৯৯৯