লালমোহনে রিক্সা চালকের আত্মহত্যা

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৬ পিএম, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০ | ৪৪৮

ভোলার লালমোহনে মফিজুল ইসলাম(৩২) নামের এক রিক্সা চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার নুরুল্লা বাজার এলাকায় স্থানীয় করিমবক্স বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মফিজুল ইসলাম একই এলাকার সিরাজ মিয়ার ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মীর খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, কি কারণে সে আত্মহত্যা করছে এখনো জানাযায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।