টাঙ্গাইলে ৫০ জনের নেগেটিভ, আইসোলেশন সিট শূন্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৩ পিএম, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ | ৫৭৬

করোনা ভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় ৭৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

এরমধ্যে মঙ্গলবার সকালে নতুন করে ২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত ৫০ জনের রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের সবার ফলাফল নেগেটিভ এসেছে।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিসে কর্মরত মেডিকেল অফিসার ডা: দিবস ব্যানার্জী বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ৭৭ জনকে নমুনা সংগ্রহ করে পাঠালো হয়েছে। এদের মধ্যে ৫০ জনের ফলাফল পাওয়া গেছে। সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে। এর মানে এদের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নয়। বাকি রিপোর্টগুলো বুধবার হাতে পাবো। এখন পর্যন্ত ৬১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

তিনি আরো বলেন জেলায় জেলায় ১২ টি আইসোলেশন সেন্টারে ১৩৮ টি সিট শূণ্য রয়েছে। তবে ৫ জন ভর্তি হলেও তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে।