ভূঞাপুরে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


টাঙ্গাইলের ভূঞাপুরে করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন, গরীব ও অসহায় ১'শ টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিশিষ্ট শিল্পপতি মো. শফিকুল ইসলাম বাবুর উদ্যোগে উপজেলার গোবিন্দাস, রাউৎবাড়ী ও যদুরগাতী গ্রামের মোট ১'শ পরিবারের মাঝে এই পণ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, সয়াবিন তেল ও সাবান।
এ সময় শিল্পপতি মোঃ শফিকুল ইসলাম বাবুর পক্ষে এ সব সামগ্রী বিতরন করেন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউসুফ আলী সরকার, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা মেম্বার মুকুল খন্দকার, খন্দকার হারুন অর রশিদ, মোঃ সিরাজুল ইসলাম, রুবেল আকন্দ প্রমুখ।
এ প্রসঙ্গে শফিকুল ইসলাম বাবু বলেন, জাতীয় এই সংকটময় মুহুর্তে আমাদেরকে যার যার অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়া দরকার। আমার সাধ্যনুযায়ী নিজস্ব তহবিল থেকে পর্যায়ক্রমে হতদরিদ্রদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করে যাচ্ছি।