বিশ্ব মানবাধিকার দিবস

কালিহাতীতে র‌্যালী ও আলোচনা সভা

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৬ পিএম, রোববার, ১০ ডিসেম্বর ২০১৭ | ১১৮৯

৬৯ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার আয়োজনে ও নাগরিক উদ্যোগ কালিহাতীর সহযোগিতায় র‌্যালীটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে এসে শেষ হয়।

পরে উপজেলা নাগরিক উদ্যোগ কার্য্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাফিসা আক্তার,কালিহাতী প্রেসক্লাবের সহ-সভাপতি আতোয়ার রহমান ও সাধারন সম্পাদক কামরুল হাসান , কালিহাতী কলেজের অধ্যাপক জহুরুল হক বুলবুল ও জিল্লুর রহমান, দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলি ও সহকারী এরিয়া অফিসার সেলিম ফকির, মওলানা ভাসানী স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক ইদ্রিস আলী বিডিআর প্রমুখ।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গার সভাপতিত্বে সঞ্চালনা করেন কালিহাতী প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সাধারন সম্পাদক শাহ আলম।