এসএসসি পরীক্ষা

টাঙ্গাইলে ৯ শিক্ষককে অব্যাহতি, ১৮ শিক্ষার্থী বহিস্কার

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৭:২৭ পিএম, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০ | ৩৯৬
টাঙ্গাইলের কালিহাতীতে চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে ৯ শিক্ষককে অব্যাহতি এবং নকল করার দায়ে ১৮ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
 
বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
 
এ বিষয়ে কালিহাতী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে এলেঙ্গা বিএম কলেজ ভেন্যুর ৬ জন এবং তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ভেন্যুর ৩ জন মোট ৯ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। 
 
সেইসাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এলেঙ্গা বিএম কলেজ ভেন্যুর ৫ জন, তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ভেন্যুর ৯ জন, কালিহাতী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুর ১ জন এবং কালিহাতী কলেজ ভেন্যুর ৩ জন সহ মোট ১৮ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। 
 
তিনি আরো বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে সকল পদক্ষেপ চলমান থাকবে।