আড়াই বছরের তোহার জীবন বাচাঁতে বাবা মায়ের আকুতি

ভূঞাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, রোববার, ৩ ডিসেম্বর ২০১৭ | ৬৫৩

আড়াই বছর আগে বাবা মার কোলজুরে জন্ম গ্রহণ করে তোহা। কে জানত মরন ব্যাধি তার পিছু ছাড়নি ছোট এই শিশুটির। জন্মগ্রহণের আড়াই বছর পরেই চিকিৎসক জানিয়েছেন মরন ব্যাধি ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত তোহা।

ছোট এই শিশুটির মরণঘাতি এই ক্যান্সারে আক্রান্ত হয়েছে সেটি বিশ্বাস করতে পারিনি বাবা-মা সহ পরিবারের অন্য সদস্যরা। চাঞ্চল্য এই শিশুটি হঠাৎই যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢুলে পড়ছে। সুন্দর এই শিশুটির এমন করুণদশায় অবাক হয়ে চোখের পানি ফেলছেন মা এবং বাবা।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ডাকিয়াপটল গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী বাবা রাসেল মিয়া ও মা সোনিয়া বেগম এর ঘরে জন্ম গ্রহণ করে আড়াই বছরের শিশু তোহা। রোগ সনাক্ত হওয়ার পরই দেশের নামিদামী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তোহার চিকিৎসা করিয়ে নিঃস্ব হয়েছেন রাসেল মিয়া।

সর্বশেষ গত ২৫ নভেম্বর নিজের সর্বস্ব বিক্রি করে মেয়ে তোহাকে নিয়ে যাওয়া হয় ভারতের ব্যাঙ্গলুরে ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজে। সেখানকার হ্যামাটোলোজি বিভাগের কনসালটেন্ট ডাঃ অনুকরুলার অধীনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেখানকার চিকিৎসক তোহার এই মরণব্যাধির চিকিৎসার ব্যয় অনেক বলে জানিয়েছেন।

কিন্তু ছোট্ট শিশু তোহার বাবা মা চিকিৎসার এই ব্যয় মেটানো ক্ষমতা নেই। কারণ ভারতের নেওয়ার আগেই তোহার চিকিৎসার জন্য সর্বস্ব বিক্রি করেছেন তার বাবা। বিক্রির সেই টাকা দিয়ে কোন রকম চিকিৎসা চলছে তোহার। এ অবস্থায় তোহার মা তার চাঞ্চল্য ছোট্ট শিশু তোহার জীবন বাচাঁতে সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

তোহার বাবা রাসেল মিয়া জানান, বিশ্বাসই হচ্ছে না ছোট্ট এই শিশুটিকে কোন মরণঘাতি রোগে ধরেছে। দেশের বিভিন্ন জায়গায় মেয়ের চিকিৎসা করিয়ে নিঃস্ব প্রায়। সর্বশেষ বাড়ির ঘর, জায়গা, জমি, বিক্রি করে মেয়েকে নিয়ে ভারতের একটি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছি।

দেশের বৃত্তবান সকল মানুষের কাছে আমার এই ছোট্ট সুন্দর শিশুটির জন্য সাহায্যের জন্য এগিয়ে আসবেন। সাহায্যে পাঠানোর জন্য ব্যাংক হিসাব নম্বর: ১৫১০২০২৩৬৯৫২৮০০১, ব্রাক ব্যাংক উত্তরা শাখা, ঢাকা।