কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৩ পিএম, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯ | ৮৩৫

“ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সালিশী ব্যবস্থায়” টাঙ্গাইলের কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখা ও কালিহাতী তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্ক’র যৌথ আয়োজনে মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১১ টায় র‌্যালীটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটে এসে শেষ হয়।

পরে তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্ক কালিহাতী আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ আলহাজ্ব মীর মিজানুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা, সাধারন সম্পাদক শাহ আলম, সহ-সভাপতি শ্রীদাম ভৌমিক, উপজেলা নাগরিক অধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, কালিহাতী তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্ক’র এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলি,সহকারী এরিয়া অফিসার সেলিম ফকির প্রমূখ।