সাড়ে চার ঘন্টাপর বঙ্গবন্ধুসেতু মহাসড়কে যানচলাচল শুরু

ভূঞাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০২:০৮ পিএম, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭ | ৫৫৩

ঘন কুয়াশার কারণে সকাল থেকে দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু ও তার আশেপাশের মহাসড়কে ধীরগতিতে যান চলাচল শুরু হয়েছে। ভোর রাত থেকে সেতু এলাকায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে ওই এলাকা। ভোর ৫টা থেকে বঙ্গবন্ধ সেতুর উপর দিয়ে সকল প্রকার যান চলাচল সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে বঙ্গবন্ধুর সেতুর দু’পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে দু’পাড়ে আটকে থাকা যাত্রী সাধারণ।

পরে সকাল সাড়ে নয়টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে সীমিত আকারে যান চলাচল শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে যানজটের মাত্রা কমে যাবে বলে জানিয়েছেন পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে বঙ্গবন্ধ সেতু অফিসের প্রধান প্রকৌশলী ওয়াসিম বিডি২৪লাইভ ও এশিয়ানবার্তা কে জানান, ভোরে হঠাৎ করে সেতুর উপর কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এসময় দুর্ঘটনা এড়াতে যান চলাচল বন্ধ রাখা হয়। পরে সেতু এলাকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে যান চলাচল শুরু হয় বলেও তিনি জানান।