যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার চেষ্টা, স্বামী আটক


টাঙ্গাইলের মির্জাপুরে চাহিদামত যৌতুক না দেয়ায় সুমাইয়া আক্তার শীলা (২৩) নামের এক গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী আবু তাহের খানের বিরুদ্ধে। পুলিশ এই ঘটনায় সুমাইয়ার স্বামী সৌদি প্রবাসী তাহেরকে আটক করেছে।
জানা যায়, ৫ বছর আগে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ধানকী মহেড়া গ্রামের রহমত আলীর ছেলে তাহের খানের সাথে বিয়ে হয় মির্জাপুর উপজেলার আনাইতার ইউনিয়নের মহদীনগর গ্রামের শামীম হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার শিলার।
বর্তমানে ৩ বছর বয়সী একটি ছেলে সন্তানন রয়েছে তাদের। বিয়ের পর থেকেই মাঝে মাঝে স্ত্রী সুমাইয়াকে যৌতুকের জন্য নির্যাতন করত তাহের এবং তার বাড়ির লোকজন।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সুমাইয়া তার স্বামীর সাথে মোটরস্ইাকেল যোগে ধানকী যাচ্ছিলো।পথিমধ্যে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া নামক স্থানে চলন্ত মোটরসাইকেল থেকে সুমাইয়াকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় তাহের খান।
গুরুতর আহত অবস্থায় পথচারীরা সুমাইয়াকে জামুর্কীস্থ মির্জাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন।
এঘটনায় শুক্রবার বিকেলে সুমাইয়ার মা শায়লা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে শনিবার সকালে উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া বাজার এলাকা থেকে সুমাইয়ার স্বামী তাহের খানকে আটক করা হয়েছে বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ জানিয়েছেন।