মির্জাপুরে ভিক্ষুকরা টাকার পরিবর্তে পেঁয়াজ চাচ্ছে


টাঙ্গাইলের মির্জাপুরের বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম এখন নিয়ন্ত্রনহীন। প্রতিদিন ৩০ থেকে ৪০ টাকা বৃদ্ধি পাচ্ছে পিয়জের দাম।
এ অবস্থায় এলাকার ভিক্ষুকরা টাকার পরিবর্তে পেঁয়াজ ভিক্ষা করছে বলে বাজারে গিয়ে জানা গেছে।
মির্জাপুরের বিভিন্ন বাজারে প্রতিদিনই বারছে পেঁয়াজের দাম। দিনদিন পেঁয়জের বাজার নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে। পেঁয়াজের বাজারের এই উর্ধ্বগতিতে এলাকার অনেক ভিক্ষুক তাদের নীতির পরিবর্তন করেছে। এখন তারা টাকার পরিবর্তে বিভিন্ন দোকানে গিয়ে পিয়াজ চাচ্ছে।
এক দু টাকার তুলনায় বড় একটি পেঁয়াজের দাম বেশি এবং ক্রয় করা তাদের নাগালের বাইরে তাই তারা টাকার পরিবর্তে পেঁয়াজ ভিক্ষা করছে বলে খোজ নিয়ে জানা গেছে।
মির্জাপুর বাজারের ব্যবসায়ী মনজুর রহমান বলেন ভিক্ষুকরা কয়েকদিন ধরে টাকার পরিবর্তে পেঁয়াজ চাচ্ছে। প্রথমত অবাক হলেও এখন তাদেরকে টাকার পরিবর্তে পিয়াজই দিচ্ছেন বলে তিনি বলেন।