বাসাইলে স্কুলছাত্রকে বলৎকারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, বুধবার, ৯ অক্টোবর ২০১৯ | ৪৪৭

টাঙ্গাইলের বাসাইলে টিটু মিয়া (৪০) নামে এক বখাটের বিরুদ্ধে এক স্কুলছাত্র (১১) কে বলৎকারের অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুরে ঘটনাটি ঘটে। বলৎকারের স্বীকার ওই স্কুলছাত্র উপজেলার দেওলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। অভিযুক্ত টিটু মিয়া উপজেলার দাপনাজোড় এলাকার মৃত তমেজ উদ্দিনের ছেলে।

নির্যাতনের শিকার স্কুলছাত্রের পরিবার ও স্থানীয়সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত সোমবার দুুপুরে ওই স্কুলছাত্র সহপাঠীদের সাথে নিয়ে নদীতে গোসল করতে যায়। গোসল শেষে সহপাঠীরা চলে গেলে সে একাই বাড়ী ফিরছিল। এসময় বখাটে টিটু মিয়া তাকে মুখ, হাত ও পা বেধে পাশের কাশফুলের ঝোপে নিয়ে যায়। এ সময় চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে বলাৎকার করে পালিয়ে যায়। টিটুকে দৌড়ে পালাতে দেখে স্থানীয়রা ওই স্কুলছাত্রকে ঝোপ থেকে উদ্ধার করে। আহত অবস্থায় তাকে প্রথমে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে নির্যাতনের শিকারও ওই স্কুলছাত্রের বাবা বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও পারিবারিকসূত্রে জানানো হয়।

এ বিষয়ে ওই শিশুর খালা বলেন, ভাগিনার চিকিৎসার জন্য আমরা ব্যস্ত ছিলাম তাই মামলা করেতে বিলম্ব হয়েছে। এ ঘটনার জন্য টিটুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম তুহিন আলী বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।