টাঙ্গাইলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী


শারদীয় দূর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার করটিয়াতে এই পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় মন্ত্রী ছাড়াও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাস চন্দ্র সাহা, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা এম এ রৌফ, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও অনলাইন নিউজ পোর্টাল আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন, করটিয়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান মজনু চৌধুরী সহ জেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।