মির্জাপুরে ১৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার তিন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৬ পিএম, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | ৩৮০

মির্জাপুরে ১৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের দেওহাটা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার সিংঘিমাড়ী গ্রামের নবিন উদ্দিনের ছেলে আশিদুল ইসলাম (৩৩), বেলাল হোসেনের ছেলে খায়রুল ইসলাম (৩৫) ও গাইবান্ধার কোপতলা গ্রামের নুরুজ্জামানের ছেলে রফিকুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন (ঢাকা-মেট্রো-ব- ১৪-৭৫১০) যাত্রীবাহী বাসটি রোববার রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের দেওহাটা নামক স্থানে পৌছালে উপপরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অবস্থান নেয়া পুলিশ বাসটি তল্লাসী চালায়। এ সময় ওই তিনজনের কাছে থাকা ব্যাগ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং তাদের গ্রেপ্তার করেন।

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মো. রফিকুল ইসলাম বলেন, সোমবার ফেনসিডিলসহ গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।