বেনাপোল আমড়াখালী থেকে ৪ কেজি গাজা সহ আটক-২

সাগর হোসেন,যশোর
প্রকাশিত: ০১:০৪ পিএম, রোববার, ২২ সেপ্টেম্বর ২০১৯ | ৩৯৩

যশোরের বেনাপোল আমড়াখালী  থেকে ৩ কেজি ৮ শত গ্রাম গাজাসহ মমতাজ বেগম (৫৫) ও মুজিবর সরদার (৫৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

রোববার ২২ সেপ্টেম্বর ভোরে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মমতাজ বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের আব্দুল গনির স্ত্রী ও মুজিবুর ভবেরবেড় গ্রামের সৈয়দ সরদারের ছেলে।

বেনাপোল আমড়াখালী চেকপোষ্ট বিজিবি’র হাবিলদার আশেক আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল থেকে মাদকের চালান আমড়াখালী চেকপোষ্ট অতিক্রম করবে।এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৮শ’ গ্রাম গাজাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।