সমাবেশকে কেন্দ্র করে ভোগান্তি সৃষ্টি করলেই ব্যবস্থা: ডিএমপি

আলোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, রোববার, ১২ নভেম্বর ২০১৭ | ৪২৪

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিএনপির নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, সমাবেশকে কেন্দ্র করে কোনো প্রকার গণভোগান্তি হলেই ব্যবস্থা নেয়া হবে। রোববার সকালে বিএনপির সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে বিএনপিকে উদ্দেশ করে তিনি এই হুঁশিয়ারি দেন।

ডিএমপি কমিশনার বলেন, আমরা প্রত্যাশা করছি, সুশৃঙ্খলভাবে তারা (বিএনপি) সমাবেশ করবেন। কোনোভাবে জনভোগান্তি সৃষ্টি করবে না। সমাবেশের কারণে যাতে বিশৃঙ্খলা না হয়, জনদুর্ভোগ না হয়, যানজটের সৃষ্টি না হয়, কোনো ধরনের নাশকতা-ধ্বংসযজ্ঞ না হয়। সেই শর্তগুলো দেয়া হয়েছে। এরপরও যদি কেউ জন ভোগান্তি সৃষ্টি করে, অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কারণ দেশে কেউ আইনের উর্ধ্বে নয়।

ডিএমপি আরো কমিশনার বলেন, আমরা আশা করছি, গণতান্ত্রিক রীতিনীতি মেনে বিএনপি এই সমাবেশ করবে। পুলিশের পক্ষ থেকে এই সমাবেশে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। সমাবেশের সার্বিক নিরাপত্তায় চার প্লাটুনের বেশি পুলিশ রয়েছে।

রোববার সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি দেখা গেছে। শাহবাগ মোড়ে পুলিশের একটি জলকামান ও একটি আর্মর্ড ফোর্স ক্যারিয়ার (এপিসি) এবং মৎস্য ভবনের সামনে একটি জলকামানও দেখা যায়।

২৩টি শর্তে বিএনপিকে এই সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। দুপুর ২টার এই সমাবেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা রয়েছে।

মানবকণ্ঠ/এমএম