মুক্তিযুদ্ধাদের ডেঙ্গু নিধন ও শহর পরিছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০২:৪৫ এএম, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯ | ১৬১

“নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” শ্লোগানকে সামনে নিয়ে ডেঙ্গু নিধন ও শহর পরিছন্নতা অভিযান চালিয়েছে টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ।

আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার সার্বিক সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধারা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।ডেঙ্গু মশা নিধন ও শহর পরিছন্নতা অভিযানের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান দাদু, টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের আহ্বায়ক খন্দকার আনোয়ার হোসেন, সদস্য সচিব শাহজাহান চৌধুরী শুকুর, মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল ইউনিট কমান্ডার জাহাঙ্গীর হোসেন তালুকদার, জেলা ইউনিট কমান্ডার মোকাদেছ আল মামুন প্রমুখ।

এসময় টাঙ্গাইলের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও বীর মুক্তিযোদ্ধারা ডেঙ্গু নিধন ও শহর পরিছন্নতা অভিযানে অংশ গ্রহণ করেন।