নাগরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০৯:৫২ পিএম, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯ | ৫৫০

টাঙ্গাইলের নাগরপুর থেকে ৪০ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, টাঙ্গাইল কোম্পানী। গ্রেফতারকৃত ব্যবসায়ী হলো, বেল্লাল মিয়া (২৪)। সে উপজেলার ভারড়া ইউনিয়নাধীন পাঁচতারা গ্রামের মো. করিম মিয়ার ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮ নং আড়রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে টিনসেড বিল্ডিং-এ অভিযান চালিয়ে বেল্লাল মিয়াকে ৪০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ০১টি মোবাইল ফোন, ০২টি সিম কার্ড উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে নাগরপুর থানায় প্রচলিত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।