সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ এএম, শনিবার, ৪ নভেম্বর ২০১৭ | ৩৮৪

সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন আবদুর রহমান বিশ্বাস। তার বয়স হয়েছিল ৯৩ বছর। ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত আবদুর রহমান বিশ্বাস ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি।

বঙ্গভবনের গণমাধ্যম শাখা জানিয়েছে, এ সংবাদ শুনেই গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৭৯ সালের সাধারণ নির্বাচনে আবদুর রহমান বিশ্বাস সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯-৮০ সময়ে তিনি জিয়াউর রহমানের মন্ত্রী সভায় পাটমন্ত্রী ছিলেন এবং ১৯৮১-৮২ সালে রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রী সভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।