মির্জাপুর কেন্দ্রীয় কালী মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৩ পিএম, শুক্রবার, ৭ জুন ২০১৯ | ৫১৯

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের কালীবাড়ি রোডে কেন্দ্রীয় কালী মন্দিরের পূণঃ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি।

এ উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়। মন্দির কমিটির সভাপতি সুভাশ চন্দ্র সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন পূজা উদযাপন পরিষদের মির্জাপুর উপজেলা কমিটির সভাপতি সরকার হিতেশ চন্দ্র পুলক, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, শফি উদ্দিন মিয়া ও একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বুস বিপ্লব কুমার, লতিফপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, হিন্দু বেদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক নিরঞ্জন পাল, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর হোসেন, পূজা উদযাপন পরিষদের মির্জাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রমথেম গোস্মামী, রামকৃষ্ণ শিশনের সভাপতি ডা. বিপ্লব কুমার সাহা, মন্দীর কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন খান প্রমুখ।

এর আগে পূজা অর্চনার মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন সনাতন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ ও কালী মন্দিরের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।