টাঙ্গাইলে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষন মামলার আরেক আসামী গ্রেফতার


টাঙ্গাইলে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষন মামলার আরেক আসামী মো: উজ্জল মিয়া (২৫) কে গ্রেফতার করেছে টাঙ্গাইল থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদর ফাঁড়ির অফিসার ইনর্চাজ মো: মোশারফ হোসেন এক ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের দেওলা এলাকা থেকে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার আরেক আসামী মো: উজ্জল মিয়াকে গ্রেফতার করা হয়। উজ্জল টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ফৈলারঘোনা গ্রামের ফরজ আলীর ছেলে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে কাজ শেষে শ্বশুরবাড়ি কালিহাতী উপজেলার আউলটিয়ায় বেড়াতে যায়।
শ্বশুরবাড়ী থেকে মির্জাপুরে যাওয়ার উদ্দেশে সিএনজিযোগে কালিহাতী এলেঙ্গা ও বাসযোগে রাত সাগে ১০টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ডের নাভানা সিএনজি পাম্পের সামনে বাসের জন্য অপেক্ষা করতে থাকে।
এসময় আসামীরা কৌশলে গৃহবধু ও তার স্বামীকে ওই গৃহবধুর স্বামীকে একটু দুরে নিয়ে চর থাপ্পড় মারতে থাকে। পরে বিষয়টি স্ত্রী দেখতে পেয়ে ঘটনাস্থলে গেলে তাকে জোরপূর্বক সিএনজি পাম্পের পিছনে নিয়ে যায়। পরে আসামীরা ওই গৃহবধুকে তিনটি স্থানে নিয়ে গিয়ে ধর্ষন করে।