টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাভাবিপ্রবির ক্যাফেটেরিয়ায়

মাভাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশিত: ০৫:৩০ পিএম, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭ | ৫০০

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ক্যাফেটেরিয়া হতে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে । বিশ^বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের অভিযোগের ভিওিতে জানা যায় ,বিশ^বিদ্যালয়ের বাইরের দোকান গুলোর মূল্য তালিকার সাথে তুলনা করলে ক্যাফেটেরিয়ার খাবার মূল্য অনেক বেশি ।

ক্যাফেটেরিয়ার পরিচালক জানান, বিশ^বিদ্যালয়ের পক্ষ হতে কোন ভর্তুকী প্রদান করা হয় না কিন্তুু শিক্ষার্থীদের দাবী গ্যাস,পানি সকল কিছু প্রদান করা হয় তবুও কেন দ্বিগুণ দাম।

এছাড়াও ,ক্যাফেটেরিয়া পরিচালক বিরুদ্ধে নবীনবরণে খাদ্য বরাদ্ধর দায়িত্ব নিয়েও অভিযোগ আছে বলে সংশ্লিষ্ট সূএ হতে জানা যায় ।
এই বিষয়ে বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. সিরাজুল ইসলাম বলেন,আমাদেও কাছে ক্যাফেটেরিয়া পরিচালকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে । এই বিষয়ে আমরা উপযুক্ত ব্যাবস্থা নিবো ।