মির্জাপুরে নানা আয়োজনে মে দিবস পালিত


টাঙ্গাইলের মির্জাপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে শ্রমিক র্যালি, আলোচনাসভা।
সকালে উপজেলা শ্রমিক লীগ সদরে একটি র্যালি বের করে। এতে শ্রমিক লীগ নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অংশ নেয়।
সকাল এগারটায় মির্জাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সামনে উপজেলা শ্রমিক লীগ এক আলোচনাসভার আয়োজন করে। মির্জাপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোতালেব মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন টাঙ্গাইল জেলা শ্রমিক লীগ সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুত, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহিরুল হক, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মিজু আহমেদ,উপজেলা যুবলীগের আহবাযক শামীম আল মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।