নাটোরে খ্রিষ্টান ধর্মপল্লীতে ইস্টার সানডে পালিত


নাটোরের বড়াইগ্রামের ছয়টি খ্রীষ্টান ধর্মপল্লীতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ইস্টার সানডে পালিত হয়েছে।
শনিবার রাত ৯টায় উপজেলার বনপাড়ায় মা মারীয়া গির্জায় ইস্টার ভিজিল অর্থাৎ নিস্তার জাগরণি পরিচালনা করেন প্রধান পাল পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু।
রবিবার সকাল ৭টায় ও ৯টায় পৃথক খ্রিষ্টযাগ পরিচালনা করেন ফাদার বিকাশ ও ফাদার ড. ডমিনিক গমেজ।
এছাড়া উপজেলার বর্ণীতে ফাদার সুব্রত পিউরী, বাঘাইটে শ্যামল গোমেজ, গোপালপুরে ফাদার বাপ্পী ক্রুশ, ভবানীপুরে ফাদার যোশেফ মিস্ত্রি ও আদিবাসী খ্রিস্টান ধর্মপল্লী কুমরুলে ফাদার লিটন কস্তা খ্রিস্টযাগ পরিচালনা করেন। খ্রিস্টান স¤প্রদায়ের দ্বিতীয় প্রধান ধর্ম উৎসব ইস্টার সানডে উপলক্ষ্যে সকল ধর্মপল্লীতে নিরাপত্তা বিধানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।