ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ২ জন গ্রেফতার

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:০৪ পিএম, রোববার, ৭ এপ্রিল ২০১৯ | ৪২০

ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ২ জন আটক করেছে র‌্যাব-৬।

রোববার ভোররাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-সদ উপজেলার তালিনা গ্রামের ওহাব মন্ডলের ছেলে কালাম বিশ্বাস (৩৪) ও কোটচাঁদপুর উপজেলার রামনগর গ্রামের বিমল কর্মকারের ছেলে সুভাষ কর্মকার।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সদর উপজেলার গান্না এলাকায় অবৈধ অস্ত্র বেচা-কেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালাম বিশ্বাস ও সুভাষ কর্মকার নামের ২ জন আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি। আটককৃতরা অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।