উখিয়ায় বজ্রপাতে নিহত ১; আহত ২

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ এএম, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮ | ৪৭৫

কক্সবাজারের উখিয়ার পৃথক স্থানে বজ্রপাতে একজন নিহত হয়েছে। এছাড়া আরো ২ জন হতাহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা, জালিয়াপালং ইউনিয়নের ইনানী ও হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল হালুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্রে জানা যায়, চাকবৈঠা গ্রামের মো. শাহ আলমের স্ত্রী জাহানারা বেগম (৩৫) বাড়ির উঠানে বের হলে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় পাগলিরবিল গ্রামের ছৈয়দ আলমের স্ত্রী খুরশিদা ও ইনানীর মো. ইসলামের ছেলে আলী সালাম বজ্রপাতে গুরুতর আহত হয়। তাদেরকে উখিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।