দায়িত্ব নেয়ার পরই চীন ও ভারতে আসবেন ট্রাম্প?


যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল সোমবার শপথ গ্রহণ করবেন। এর মাধ্যমে দ্বিতীয় দফায় দায়িত্ব নেবেন তিনি। দায়িত্ব গ্রহণের পরই ট্রাম্প ভারত ও চীন সফর করতে পারে। এমন তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
খবরে বলা হয়, ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন দায়িত্ব গ্রহণের পরপরই তিনি চীন ও ভারত সফরে যেতে চান। সফরের সম্ভাব্য সময় হিসেবে এপ্রিল মাসের কথা জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
ফিন্যান্সিয়াল ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে ট্রাম্প ভারত সফর করতে পারে। ওই সফরে আগামী বসন্তে নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউসে বৈঠকের জন্য আমন্ত্রণ জানাতে পারেন ট্রাম্প।
সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যখন ওয়াশিংটনে যান তখনেই এই বিষয়ে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে।
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারতের নেতৃত্বে আছেন জয়শঙ্কর। শপথ অনুষ্ঠানের পর ভারত, অস্ট্রেলিয়া, জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক হবে ট্রাম্প প্রশাসনের।