টাঙ্গাইলের দেলদুয়ারে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০২:১৮ এএম, বুধবার, ২৪ জুলাই ২০১৯ | ২৮৫

টাঙ্গাইলের দেলদুয়ারে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। বুধবার (২৪ জুলাই) বেলা ১১টায় দেলদুয়ার উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের এমপি আহসানুল ইসলাম টিটু।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেলদুয়ারের আয়োজনে দেলদুয়ার মুক্তিযোদ্ধা কমপ্লক্সের হলরুমে ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার নাদিরা আক্তারের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের এমপি আহসানুল ইসলাম টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক, দেলদুয়ারের কৃষি অফিসার শয়েব মাহমুদ, অতিরিক্ত কৃষি অফিসার নিয়ন্তা বর্মন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক শিবলী সাদিকসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মর্কতারা ও সকল উপ সহকারী কৃষি কর্মর্কতারা।
মেলার শুরুতে উপজেলা চত্বর থেকে একটি বর্ণ্যঢ্য র‌্যালি বের হয়ে দেলদুয়ার মুক্তিযোদ্ধা কমপ্লক্সে এসে শেষ হয়, পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।